Sunday, November 28, 2010

আমায় এতো ভয়?


আমি তোমায় ভালবেসেছি
এই কী আমার অপরাধ?
এই অপরাধীর বিচার করো
বলেছি হাজার বারো।
কিন্তু! আমার বিচার হয়নি
অতচ! আমাকে বন্দি করা হয়েছে
আকটা ফঁন্দি করেই
আমারে ফাঁসি দেয়া হয়েছে
কী সেই সঙ্খা?
কী সেই ভয়?
একটি মাত্র ছেঁড়া প্রেম পত্রের বিনিময়ে আমার জিবন ক্ষয়?
আমাকে স্পষ্টাপষ্টি বলা হয়নি
আমার রাষ্ট্র দ্রুহের কথা।
বলা হয়েছে, আমি নাকি চিরবন্দি
আমার আপিল নাই, জামিন নাই।
আমার বিচার সভা করা হয়েছে
আধাঁর রাতের একটি ভোজ সভার মত।
ভোরের সুর্য উঠার আগেই
আমাকে ফাঁসি দেয়া হয়েছে।
আমার ফাঁসি না হলেই সমুহ বিপদের সম্ভাবনা ছিল!
এই কোন নিয়ম? এতই নিশ্চিত ভয়?
তোমার জীবন রক্ষারতে আমার জীবন ক্ষয়?

No comments:

Post a Comment