Friday, August 27, 2010
"ইডিয়েট.. যত্তোসব..''ই ভালবাসার প্রতিদান
তোমায় আমি ভালবাসি বলে
তোমার কাছে আসি বারেবারে
আমি কাছে এলে
তুমি দূরে যাও চলে
বলে যাও, 'ইডিয়েট.. যত্তোসব..।
তোমার চলে যাওয়া পথে এখনো
মৌ মৌ করছে তোমার শরীরের সু-ঘ্রান
তোমার ছুঁওয়া এই বে-হুস দেহে এখনো ফেরেনি প্রাণ
তোমার হৃদয়ের ওই নিস্প্রাণ দেহে
আমার ভালবাসার নেই কোন সম্মান
''ইডিয়েট.. যত্তোসব..''ই ভালবাসার প্রতিদান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment