Saturday, July 31, 2010

পাথরে ফুলের বাগান

ভুল করে আমি পাথরে করেছি ফুলের বাগান
শেকড়-বাকড় বাড়ায়না গাছ গুলোর
কি করে বাড়বে বলো?
পাথর তো!!
ভুল করে ফুলও ফুটল এক দিন
রস-মস গন্ধ বিহীন
আর যাই বলো, পাথর তো!!
রসহীন পাথর হৃদয় হীন
পাথরেও ফুল ফুটে তবে ভালবাসা ও প্রেমহীন।

Wednesday, July 28, 2010

"কবির কবিতা"

নরকের আগুনে পুড়ার চেয়ে
দু'দিনের কষ্ট সয়ে যাও।
দুনিয়ার সুখ থেকে
মুখ ঘুরিয়ে নাও।
ইচ্ছে হলে নিতে পারো
দু'লাইনের দু'টি কবিতা
কলম-কাগজ, বই-খাতা
এই হাবি জাবি যা তা।
ইচ্ছে হলে নিতে পারো
দু'টি ফুল আরো
যা শুকিয়ে যাবার নয়
বেশি হয়ে যাচ্ছে ভয় হয়।
পথে কেউ কেড়ে নেবে কিছু?
ভয় নেই, তবে কবিতা নয়
কেড়ে নেবেই যদি কিছু
অতিরিক্ত যা অন্য কিছু
নরকের আগুনে যা সয়।
নিতে পারো কবির দেয়া একটি চিরকুট
যা দিয়ে স্বর্গে
পাওয়া যাবে সুখ-যুগ যুগ।
*********

Saturday, July 24, 2010

ফুল তুমি কার?



ফুল তুমি কার?
তুমিত আমার নয়।

তুমি কি প্রেমিক প্রেমিকার?
তুমি ভালবাসার বিনিময়?
বা ভালবাসার বিনির্মান।

ফুল তুমি কারো নয়
তুমি আমি ছাড়া আর সবার
ফুল তুমি যার হও তার।