নরকের আগুনে পুড়ার চেয়ে
দু'দিনের কষ্ট সয়ে যাও।
দুনিয়ার সুখ থেকে
মুখ ঘুরিয়ে নাও।
ইচ্ছে হলে নিতে পারো
দু'লাইনের দু'টি কবিতা
কলম-কাগজ, বই-খাতা
এই হাবি জাবি যা তা।
ইচ্ছে হলে নিতে পারো
দু'টি ফুল আরো
যা শুকিয়ে যাবার নয়
বেশি হয়ে যাচ্ছে ভয় হয়।
পথে কেউ কেড়ে নেবে কিছু?
ভয় নেই, তবে কবিতা নয়
কেড়ে নেবেই যদি কিছু
অতিরিক্ত যা অন্য কিছু
নরকের আগুনে যা সয়।
নিতে পারো কবির দেয়া একটি চিরকুট
যা দিয়ে স্বর্গে
পাওয়া যাবে সুখ-যুগ যুগ।
*********
No comments:
Post a Comment