Monday, August 2, 2010
প্লিজ... আজ একটি মেইল করনা
সারা রাত লিখেছি..
লিখতে লিখতে সকাল হল
আর কিছু এখন লিখব না।
অবশিষ্ট একটি কথাই থেকে গেল
যে কথাটি তুমি আমায় লিখতে বলে ছিলে।
আজ লিখব কাল লিখব বলে
তোমায় ভাড়িয়ে
তুমি বুড়িয়ে গেলে
ওই কথাটি আর লিখা হল না,
তুমি বারবার বিরক্তই করে চলেছ
'কেন লিখলে না বলোনা।'
মাস পেরিয়ে বছর এল
তবুও লিখা হলনা।
রাগ করলে তুমি। কত করে বললে,
'আজ যদি না লিখ আডি.. আডি..'
শেষ পর্যন্ত আজ ভোর সকালে
জোর করে লিখতে বসলাম
তোমার লিখাটি কি ছিল?
কিছুই মনে করতে পারছি না
প্লিজ... আজ একটি মেইল করনা
ওগো লক্ষি সোনা.. প্রিয়তমা...
(আসলে আমার প্রিয়তমা বলতে কেউ নেই। আজ জন্ম দিনত তায় বাড়িয়ে লিখলাম)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment