Thursday, November 4, 2010

আজ রাতেও তুমি এসে চলে গেলে


আজ রাতের শেষ ভাগেও তুমি এসে
চলে গেলে পেছনের দরোজা দিয়ে
ঠাঁই পেলেনা একটি প্রহরও
এই ঘাতকের কাছে
কৈ পেলে আনন্দ, সুখ-আহলাদ
রইল না তোমার প্রতিবাদ
তৃপ্তির ঢেকুর গিলে লুপে নিলেম
তোমার টনটনে বিষ মাখা শরীর,
আজ টানটান করে হেলে দোলে বিলিন
শুধুকি আমারই জন্য?
কিছুই পাওনি তুমি!
নিরানন্দওত নও
আজো বলোনি, তোমার কিছুই হয়নি
কিছুই পাওনিআরো বেশির জন্য
রোজ রোজ প্রত্যুষে
লোভ সামলাতে না পেরে
উন্মাদ এক কামুকের কাছে
ছোটে এসে, মেলে ধরেছ আরো-আরো
আরো বেশি কিছু পাওয়ার লোভে
তুমিত জান, আমার ঘরে..
আরো অনেকের আসা যাওয়া হয়
তবুও পার করেছ কতটা হিজিবিজি সময়
আমি এক পাথর হৃদয়
কঠিন শক্ত পাষাণ হস্তে
তোমার কোমল ডানা দু'টো
ঝাপড়ে ধরে পালক খুলে নিতাম
তুমিও পাখা ঝাঁপটানি দিয়ে
স্বেচ্ছায় কয়েকটি পালক
ছেড়ে দিতে...খসে পড়া
পালক গুলো ফেলে..
আজ অবধি যাচ্ছ..
পেছন দরোজা দিয়ে চলে..

4 comments:

  1. নাগরিক ব্লগে আপনার এই কবিতা পড়লাম |

    ReplyDelete
  2. আপনিই হচ্ছেন আমার নিজের ওয়েব্লগের প্রথম মেহমান। অভিনন্দন।।

    ReplyDelete
  3. আল কায়েদার বোমা হামলার হুমকি এখনো আশঙ্কাজনক
    ৯/১১ সন্ত্রাসী হামলার দশ বছর পরও আল কায়েদা এখনো বিমান হামলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এবং বর্তমানে কা্র্গো বিমানগুলোকে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হিসেবে চিহ্নিত করা হচ্ছে কেননা আল কায়েদার বোমা বিশেষঞ্জরা এমন অত্যাধুনিক বিস্ফোরক ব্যবহার করার চিন্তা করছে যা কা্র্গো বিমানে নিরুপণ করা কঠিন। (সিএনএন নিউজ)

    ReplyDelete
  4. কবিতার সাথে এর কি সম্পর্ক?

    ReplyDelete