Sunday, November 28, 2010

নিজের নাম নিজেই ডাকি


নিজেকে নিজের নাম ধরে ডাকতে হয়
কারণ..
এখন আমার নাম জানে না কেউই
আমি নিজের কাগজে কলমেই বন্দি থাকি।
সে দিন..
যে দিন চার পাশে আমার নাম ছড়াবে
ডাকে ডাকে চিৎকারে সবাই আমার কান ফাটাবে,
ঝাঁকে ঝাঁকে অটোগ্রাফের আবেদনে
(আমার পাশে পাশে) পাশ কাটাবে।

এখন..
আশ পাশে পরিচিত জনেরা টুক টাক চেনে
ডাক নাম ধরেও ডাকে।
ওই ডাক এখন অভিনব অভিনয়
নাম আছে বলেই ডাকা
আসলে সবি ফাঁকা।
আমিও কোন মতে...
নাম নিয়ে ডাকের মাঝেই থাকা..।
কত জনে কত কিছু বলে
তবু আমাকে সবার পাশ দিয়ে
যেতে হবে ওই শীর্ষাসনে।

No comments:

Post a Comment