
মেঘের অকাল ধরেছে
বৃষ্টি হচ্ছেনা বহুকাল
তক তকে ঘা হয়ে গেছে জমির গা
মড়া মাটির গন্ধ
নদীর পানি লবনাক্ত
পুকুরের মাছেরা
ডাঙ্গায় ওঠে আত্মাহুতি দিচ্ছে অবিরত।গাছে একটিও পাতা নেই
তবু গাঁও মেয়েরা দল বেঁধে
আড্ডা দিচ্ছে বট তলে।
শিশু চটপট করতে করতে
বুকফাটা চিৎকারে মৃত্যু কোলে ঢলে পড়ছে,
গ্রামে আর একটিও শিশু নেই।
একমুঠো খাবার জুটেনা পাড়ায়
ভিক্ষা দেওয়ার কেউ নেই,
আজ সব ভিখেরি।
বড়দের প্রাণ বড় শক্ত
বৃদ্ধরা না খেয়ে বেঁচে আছে কয়েক পক্ষ,
চার পাশে চলছে এখন দুর্ভিক্ষ।
No comments:
Post a Comment