Monday, November 22, 2010

অকাল


মেঘের অকাল ধরেছে
বৃষ্টি হচ্ছেনা বহুকাল
তক তকে ঘা হয়ে গেছে জমির গা
মড়া মাটির গন্ধ
নদীর পানি লবনাক্ত
পুকুরের মাছেরা
ডাঙ্গায় ওঠে আত্মাহুতি দিচ্ছে অবিরত।গাছে একটিও পাতা নেই
তবু গাঁও মেয়েরা দল বেঁধে
আড্ডা দিচ্ছে বট তলে।
শিশু চটপট করতে করতে
বুকফাটা চিৎকারে মৃত্যু কোলে ঢলে পড়ছে,
গ্রামে আর একটিও শিশু নেই।
একমুঠো খাবার জুটেনা পাড়ায়
ভিক্ষা দেওয়ার কেউ নেই,
আজ সব ভিখেরি।
বড়দের প্রাণ বড় শক্ত
বৃদ্ধরা না খেয়ে বেঁচে আছে কয়েক পক্ষ,
চার পাশে চলছে এখন দুর্ভিক্ষ।

No comments:

Post a Comment