Wednesday, September 29, 2010

রক্তের স্বাদ

আমার বন্ধুরা আমায় কেটে কুটে নিয়েছে
তরবারির আগা আমার পেটে বিঁধেছে
আমার মস্তক নিচিহ্ন
দেহ খন্ডিত
---হাত জোড়ার গোড়া কর্তন করে
---পা জোড়াও নিল বস্তা ভরে
রক্ত ধারা জমাট বেঁধে আছে বিছানা ও বালিশে।

তাজা রক্ত, লবণাক্ত
ওরা পান করেছে
আমিও দু'ফোটা পিয়েছি।

লবঙ্গজের মত। নিজের রক্ত অথবা অন্যের..
সব রক্তই সমান তৃপ্ত।
এই বঙ্গে
ক্ষণে ক্ষণে
নিয়মিত, হত
আহত ও নিহত
ধর্মের দাঙ্গায়, গঙ্গায়, ডাঙ্গায়
হিন্দু-মুসলিম অকাতরে
বিলিয়ে দিত জান-প্রাণ-কোরবান
ধুয়ে দিত জাতের মান-সম্মান, রক্ত দিয়ে
ধর্মান্ধ জাতি বুঝল ধর্মের স্বাদ
বুঝল না রক্তের স্বাদ কত নাপাক।

No comments:

Post a Comment