Sunday, November 28, 2010

আমায় এতো ভয়?


আমি তোমায় ভালবেসেছি
এই কী আমার অপরাধ?
এই অপরাধীর বিচার করো
বলেছি হাজার বারো।

নিজের নাম নিজেই ডাকি


নিজেকে নিজের নাম ধরে ডাকতে হয়
কারণ..
এখন আমার নাম জানে না কেউই
আমি নিজের কাগজে কলমেই বন্দি থাকি।
সে দিন..
যে দিন চার পাশে আমার নাম ছড়াবে
ডাকে ডাকে চিৎকারে সবাই আমার কান ফাটাবে,
ঝাঁকে ঝাঁকে অটোগ্রাফের আবেদনে
(আমার পাশে পাশে) পাশ কাটাবে।

Monday, November 22, 2010

অকাল


মেঘের অকাল ধরেছে
বৃষ্টি হচ্ছেনা বহুকাল
তক তকে ঘা হয়ে গেছে জমির গা
মড়া মাটির গন্ধ
নদীর পানি লবনাক্ত
পুকুরের মাছেরা
ডাঙ্গায় ওঠে আত্মাহুতি দিচ্ছে অবিরত।

এক মুঠো খাবারের সন্ধানে


বিদগ্ধ পেটের যন্ত্রণায়
এক মুঠো খাবারের সন্ধানে
অনাহারী কিশোর, টোকাইরা।
মাটি আকঁড়ায় কিংবা ডাষ্টবিন
বাড়ী ছেড়ে, দূরে.. বহুদূরে..
এবং রাজপথে।

চাই যৌবনের শেষ সিঁড়ি


শিশুর মত দোলনায় করে
বৃদ্ধ লোকটিকে নিয়ে যায় দু'জন
দু'কাঁধে বয়ে।
বয়েসের পীড়ায় অবিশ্রান্ত কম্পমান সে।
সত্তুর নাকি বয়ে গেছে তার,

উপদেশ নামা


বাবা শুনে যাও
তোমার চশমাটা ঠিক করে নাও
একটু কাৎ করে..
যেন ঘাড় কাৎ না হয়।
কালো চশমা
দেখবে ঝাপসা

Wednesday, November 10, 2010

নিজাম কুতুবী'র কিশোর গ্রন্থ "ভ"

"ভ" নিজাম কুতুবী'র কিশোর গ্রন্থ।  ভ তে ভয় ভয়ংকর সব বিষয়। ভ তে রয়েছে  দু টি বড় উপন্যাস, তিনটি বড় ও চারটি ছোট গল্প, ...। প্রকাশনায়ঃ দরিয়ানগর পাবলিকেশন্স। শাহজাদী চেম্বার ১৩৩১/বি, শেখ মুজিব রোড়। আগ্রাবাদ, সি/এ, চট্রগ্রাম। প্রকাশ কালঃ স্বাধীনতার বইমেলা ২০০৮

ISBN 984-300-001855-9 মূল্য ১৬০৳। "ভ" এর পৃষ্টা সংখ্যা ২২৪, শক্ত বোর্ড বাইন্ডিং। ১২০% অপসেট পেপার। বইটি পেতে হলে ডাক মাসুল সহ ২০০৳ অগ্রিম পাঠাতে হবে। টাকা হস্তগত হওয়ার ২৪ ঘণ্টার  ভেতর বই পাঠিয়ে দেয়া হবে। টাকা পাঠানোর সাহায্য চেয়ে মেইল করুণঃ kutubibd@gmail.com অথবা মোবাইলে SMS করুণ। নাম্বারঃ  +88 01191 030679 +88 01911 243431 তাছাড়া Google Talk এ চ্যাট করে আপনার আগ্রহ জানাতে পারেন। Google Talk- kutubibd 

Thursday, November 4, 2010

আজ রাতেও তুমি এসে চলে গেলে


আজ রাতের শেষ ভাগেও তুমি এসে
চলে গেলে পেছনের দরোজা দিয়ে
ঠাঁই পেলেনা একটি প্রহরও
এই ঘাতকের কাছে
কৈ পেলে আনন্দ, সুখ-আহলাদ
রইল না তোমার প্রতিবাদ